কাউসারুল ইসলাম, মহালছড়ি :
খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ২৬ অক্টোবর (শনিবার) বিএনপির কার্যক্রম সাংগঠনিক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, যথাক্রমে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দীন, যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠন।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি মোকাবেলায় সকালে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে এবং তাদের প্রতি সংগঠনের দায়িত্বশীলতা নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বিএনপির দুঃসময়ের নির্যাতিত নেতাকর্মীদের কখনো বঞ্চিত না করার পরামর্শ দেন। বিএনপি একটা জনগণের দল জনগণ পাশে নিয়ে সবসময় উন্নয়নের ভূমিকা রেখেছে সেদিক থেকে বিএনপির শাসনামলে উন্নয়ন বিষয় নিয়ে সাধারণ জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতে হবে। সাংগঠনিক সভা থেকে শপথ নিতে হবে দলের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থেকে দলের জন্য কাজ করতে তেমনি সাধারণ মানুষের জন্য সামাজিক সংগঠনের ভূমিকায় তাদের পাশে থাকার আহ্বান জানান।
