মোশাররফ হোসেন, রামগড় :
রামগড়ের নোয়াপাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি আটকের সময় হামলায় আজিমুল হক নামের পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছে।
২৮ অক্টোবর রাত ৯.৩০ টার দিকে রামগড় সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডের, নোয়াপাড়ায় আসামির ঘরের দরজায় এই ঘটনা ঘটেছে। আহত রামগড় থানার এসআই রামগড় হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে।
আহত এসআই আজিমুল হক জানাযায়, হামলাকারী আসামি সৈয়দ বাবর উদ্দিন ভূইয়া, পিতা সৈয়দ বাহার উদ্দিন ভুইয়া বাড়িতে অবস্থান করছে এমন গোপন তথ্য পেয়ে আমার নেতৃত্বে পুলিশের আট সদস্যের একটি টিম আসামির ঘর ঘেরাও করে অবস্থান করি।
আসামি পুলিশের অবস্থান বুঝতে পেরে ঘরের আলো নিবিয়ে দরজা খুলে রেখে দরজারা আড়ালে অবস্থান নেয়, দরজা বরাবর পৌঁছা মাত্র আসামীর হাতে থাকা ধারালো দেশীয় অস্র দিয়ে আমার মাথায় আঘাত করে, এতে আমি গুরুতর আহত হই।
রামগড় থানার সূত্রে জানা যায় হামলার পর টিমের অন্য সদস্যরা দ্রুত আসামিকে আটক করে থানায় নিয়ে আসে এবং অদ্য ২৯ অক্টোবর সকালে রামগড় থানার পুলিশ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।