মনিকা গোমেজ:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিলা “সমবায় গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদশ”। শনিবার (২ নভেম্বর) দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরর উদ্যোগ জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তালনর মধ্য দিয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বাংলাদশ শিশু একাডমী, চট্টগ্রাম মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উনয়ন) মাহাম্মদ নূরুল্লাহ নূরী। বিশষ অতিথি ছিলেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোঃ আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম জলা প্রশাসক ফরিদা খানম। দিবসের তাৎপর্য তুলে ধরা হয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহাম্মদ। তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ থেকে শুরু করে ১৯৯১ এ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ সহ আহত ও নির্যাতিত সকল ছাত্র-জনতার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন রপালী ক্রডিট কা-অপারটিভ সাসাইটি লিঃ এর চয়ারম্যান মোঃ আবুল কাশেম, হিলভিউ সমতা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্হাপক বিউটি আক্তার, বাংলাদশ বুক কো-অপারটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্হপক মোঃ রফিক, পদ্মা অয়েল কোম্পানী এমপ্লয়ীজ আরবান কা-অপাটিভ সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ শাহ আজিজ, ইসলামাবাদ টাউন কা-অপারটিভ ক্রডিট সোসাইটি লিঃ এর সদস্য এবং অবসরপ্রাপ্ত থানা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বৈষম্যহীন বাংলাদশ প্রতিষ্ঠিত করতে হলে সর্বস্তরের দূর্নীতি বিনাশ করতে হবে। তিনি বহু প্রতিবন্ধকতার স্বত্বও সমবায় প্রতিষ্ঠান গুলোর আজকের অবস্হানে উঠে আসার জন্য প্রশংসা করেন।
বিশেষ অতিথি জেলা প্রশাসক, চট্টগ্রাম ফরিদা খানম বলেন সমবায়ের মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ায় নীতি নির্ধারকদর এগিয় আসতে হবে, তিনি আরো বলেন চট্টগ্রাম জেলার অভিভাবক হিসেবে আমার কাছে সমবায় দপ্তর যদি কোন দাবী বা প্রস্তাব তুলে ধরেন তাহলে তা সংশ্লিষ্ট মহলের নিকট সুপারিশ সহকারে প্রেরণের ব্যবস্হা করবো। তিনি সততার সাথে সমবায় সমিতির কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় সমবায়ী বক্তাগণ এ বছর সমবায়ের নতুন পতাকার মত নতুন উদ্যামে সমবায় আন্দোলনকে বেগবান করতে সমবায় সমিতির প্রচলিত আইন সহজ ও বৈষম্যমুক্ত করার অভিমত ব্যক্ত করেন। এ বছর জাতীয় সমবায় পুরস্কারের জন্য মনোনীত শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সমবায় দপ্তরের চট্টগ্রামের উপ-নিবন্ধক জ্ঞানদু বিকাশ চাকমা ও উপ-নিবন্ধক কানিজ ফাতেমা, ডবলমুরিং থানা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ, পাঁচলাইশ থানা সমবায় কর্মকর্তা শফিউল আলম, কোতায়ালী থানা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওছমান গনি, চট্টগ্রাম বিভাগীয় দপ্তর ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আবু বকর, অর্পণ দাশগুপ্ত, জিয়া উদ্দিন রিয়াজ প্রমুখ। নগরীর বিভিন সমবায় সমিতির সদস্যদর সরব উপস্থিতিতে জাতীয় সমবায় দিবসের আয়োজনটি প্রাণবন্ত ও স্বার্থক করে তুলে।