গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের পক্ষ থেকে আজ ০৯ নভেম্বর ২০২৪ইং রোজ শনিবার গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় দিনব্যাপী সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“হেলমেট ব্যবহার করি’ নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ ইয়ামাহা বাইকার্স ক্লাবের সদস্যদের উদ্যোগে দিনব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন কে. এম. রনি জানান, “আমরা ব্যক্তি প্রয়োজন ও মানষিক তৃপ্তির জন্য বাইক রাইড করে থাকি। কিন্তু এই আনন্দময় বাইক রাইডিং আমার পরিবারের জন্য হুমকির স্বরূপ হোক তা আমাকে কখনোই কাম্য নয়। তাই যদি সকলে আইন মেনে হেলমেট সহ সেফটি গিয়ার গুলো নিয়ে প্রতিনিয়ত বাইক রাইড করি তাহলে তা হয়ে উঠবে নিজের ও নিজের পরিবারের জন্য নিরাপদ ও আনন্দময়”
YRC সদস্য সাকিব হোসেন হৃদয় বলেন, “সড়কে অনিরাপদ যাত্রা থেকে বাইকারদের নিরাপদ যাত্রায় সচেতন ও উদ্ভুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। অনেকসময় বাইকাররা মামলার ভয়ে হেলমেট পরিধান করে কিন্তু তার নিজের সেফটির কথা চিন্তা করে না। নিজের ও নিজের পরিবারের কথা চিন্তা করে বাইকাররা যদি হেলমেট পরিধানে উদ্ভুদ্ধ হয় সেটাই আমাদের সার্থকতা।”
এছাড়াও YRC এর সামাজিক সচেতনতার কার্যক্রমের পাশাপাশি হেলমেট পরিধানরত বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ক্লাবের সদস্যরা। একই সাথে গোপালগঞ্জ ট্রাফিক কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ফুলের শুভেচ্ছা জানায় YRC সদস্যবৃন্দ।
গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট থেকে উক্ত কার্যক্রমটি শুরু হয়ে পরবর্তীতে সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ব্যস্ততম রাস্তা-ঘাটে দিনব্যাপী এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান ছিল।