মো:আনোয়ার হোসাইন, কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে নানীর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮ টায় দেবিদ্বার উপজেলাে জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম জুনায়েদ (১২) অপরজনের নাম ফাহিমা আক্তার( ৯)। জানা গেছে, জুনায়েদ ও ফাহিমাকে মাদ্রাসা থেকে এনে তাদের বাবা নিজেই সিএনজিটি চালিয়ে তাদের নানারবাড়ি ব্রাহ্মণ পাড়া উপজেলার অলুয়া গ্রামে যাচ্ছিলেন যাওয়ার পথেই কুমিল্লা থেকে ছেড়ে আসা ফারজানা ট্রান্সপোর্টের একটি বাস ওভারটেক করতে গিয়ে সিএনজির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জুনায়েদ ও হাসপাতালে নেওয়ার পথে ফাহিমা মারা যায়৷ দুর্ঘটনায় হতাহত শিশু দুটি লাশ বাড়িতে নিয়ে গেলে এলাকায় শোকের মাতুম নেমে আসে এবং পরিবারটি শোকেস্তব্ধ হয়ে যায়।
দেবিদ্বার থানা পুলিশ পরিদর্শক মো: শাহিনুল ইসলাম বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, যাওয়ার আগেই উত্তেজিত জনতা নিউ সুগন্ধার ৫ টি বাস ভাঙচুর করে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খাইরুল আলম বলেন প্রাথমিকভাবে জানা গেছে একটি যাত্রীবাহী বাস সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলেই এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর দ্রুত বাস চালক বাস নিয়ে পালিয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।