মো:আনোয়ার হোসাইন, কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া ( ১৩) ও সামিবা (৭) গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রী সোহেল মিয়ার মেয়ে।
জানা যায়, বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে হাবুডু খাচ্ছিল ছোট দুই বোন। তাদের উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন বড় বোন সমিবা (১৩)। এসময় চার বছরের ছোট বোনটিকে সে উদ্ধার করে মেঝ বোন সামিবাকে উদ্ধার করতে যান। গর্তের গভীরে পড়ে যাওয়ায় মেঝ বোনকে নিয়ে পানিতে তলিয়ে যায় সামিবা। ওই দিকে বাচ্চাদের মা দুপুরের খাবার খাওয়ার জন্য ওদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পানিতে ভেসে উঠে। তাদের মায়ের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বাচ্চা দুটিকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
অপরদিকে একই দিনে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে গিয়ে রিয়া (২০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুল হক বলেন, পানিতে ডুবে পাঁচ কিত্তায় রিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।