রাঙামাটি প্রতিনিধি :
আগামি ১৬ ও ২৭ নভেম্বর ২ দিনব্যাপী পর্যটননগরী রাঙামাটিতে কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা বি,এস,সি’র উদ্যোগে জমকালো নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বিএসসি’র সূত্র জানায়, অনুষ্ঠানমালার প্রথম দিন ১৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বিএসসি’র প্রধান উপদেষ্টা অনুসন্ধ্যানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের নেতৃত্বে রাঙ্গামাটি প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বিএসসি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ওইদিন রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে পার্বত্য তিন জেলার সাংবাদিকতার পথিকৃৎ, দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক, স্থানীয় গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর গৌরবময় ৫৫ বছরপূর্তিতে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় তাঁকে এক নাগরিক সংবর্ধনা দেয়া হবে।
জমকালো সেই অনুষ্ঠানে রাঙামাটি প্রেসক্লাব থেকে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র (বিএসসি) নেতৃবৃন্দকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বীরোচিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে একেএম মকছুদ আহমেদকে বিএসসি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘রত্ন সাংবাদিক’ খেতাবে ভূষিত করে প্রবীণ ওই সাংবাদিককে উত্তরীয় পরিয়ে দেয়া হবে একটি ক্রেস্ট, সম্মাননা স্মারকসহ অন্যান্য উপহারসামগ্রী।
প্রেসক্লাবরে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। এছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
এদিকে একইদিন (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের হোটেল গ্রীণ ক্যাসেল টপ ফ্লোরে বিএসসি’র নিজস্ব আয়োজনে অনুষ্ঠিত হবে “পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা“ শীর্ষক এক বিশেষ ‘মত বিনিময় সভা’। ওই সভায় সভাপতিত্ব করবেন বিএসসি’র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন।
অনুষ্ঠানে বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেবেন।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জেলার গুণী সাংবাদিকেরা অংশগ্রহণ করবেন। মতবিনিময় সভা থেকে পর্যটন খাতের সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত করবে সাংবািদকদের অধিক্র নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বি,এস,সি(BSC)।
মতবিনিময় শেষে রাতে বিএসসি নেতৃবৃন্দের সম্মানে নান্দনিক এক সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় কয়েকটি শিল্পীগোষ্ঠী সঙ্গীত পরিবেশন করবে।এদিকে পরদিন ১৭ নভেম্বর বিএসসির সম্মানে রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে দিনভর নৌ ভ্রমণের বিশেষ আয়োজন করা হয়েছে।
বিএসসি’র দু’দিন ব্যাপী জমকালো অনুষ্ঠান মালার স্থানীয় সমন্বয়ক, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও বিএসসি’র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন জানান,’রাঙামাটি প্রেসক্লাব ও বিএসসির দুটি আয়োজন হবে খুবই আকর্ষণীয় ও জমকালো। সব মিলিয়ে বলতে পারি, ১৬ ও ১৭ নভেম্বর পার্বত্য জেলা রাঙ্গামাটি জুড়ে থাকবে বিএসসি নেতৃবৃন্দের সরব পদচারণা। যা অবলোকন করে অনেকেই চমকিত হবে।
তবে ঢাকার বাইরে এই প্রথমবারের মতো বিএসসি’র সাংগঠনিক অভিষেকও ঘটবে আমাদের এই পর্যটনকেন্দ্র খ্যাত আকর্ষণীয় এই নগরীতে, এটিও আমাদের জন্য এক বড় প্রাপ্তি।