রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমি’র সম্পাদক পাহাড়ের চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তি উদযাপন ঘিরে সুধী সংলাপ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের হল রুমে এই সুধী সংলাপ অনুষ্ঠিত হয়।
সুধী সংলাপ অনুষ্ঠানে এতে ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন, প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি বিএসসি”র প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন,রাঙ্গামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য প্রমুখ।
সুধী সংলাপে বক্তারা বলেন, পাহাড়ের জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ। যিনি পাহাড়ে বহু সাংবাদিক গড়ার কারিগর ও সাংবাদিকতার বাতিঘর। যিনি পেশাগত জীবনের ৫৫টি বছর পাহাড়ের মানুষের হাসি-কান্না-আনন্দ, সুখ-দুঃখসহ এই পার্বত্য অঞ্চলের উন্নয়ন-অগ্রগতি-বঞ্চনার কথা তাঁর শাণিত কলমে জাতির সামনে তুলে ধরার পাশাপাশি পাহাড়ের শান্তি প্রক্রিয়ায় তিনি অসামান্য অবদান রেখেছেন। এতে করে সাংবাদিক হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছে। পার্বত্য চট্টগ্রামে প্রিন্ট মিডিয়ার যুগ থেকে শুরু করে বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার যুগ পর্যন্ত পথ পরিক্রমায় তার এই অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে