গণঅভ্যুত্থানে শহিদ আব্দুল মজিদ এর স্মরণসভা অনুষ্ঠিত

মোশারফ হোসেন, রামগড়:

ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহিদ আব্দুল মজিদ এর স্মরণ সভা রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে, ২১ নভেম্বর সকালে রামগড় উপজেলা পরিষদের সন্মেলন হলে অনুষ্ঠিত হয়েছে।রামগড় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা।

এবিষয় শহিদ মজিদের পিতা আমিন মিয়া জানান, তার ছোট ছেলে আ: মজিদ ট্রাক চালকের সহকারী হিসেবে চাকুরী করতো, ১৯ জুলাই চাঁদপুর শহরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল চলাকালে তাদের মালবাহী ট্রাকটি সড়কের একপাশ্বে দাঁড়ানো ছিলো।
মিছিলের শেষ মাথা তাদের গাড়িটি পার হওয়ার সাথেসাথে আওয়ামী সন্ত্রাসীরা গান পাউডার ছিটিয়ে ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।
উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসার পর চাঁদপুর হাসপাতাল কতৃপক্ষ চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই মজিদ মৃত্যু বরণ করে। শহিদ আব্দল মজিদেরর বাড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুরের, আগুনে শরীরের ৯০% এর উপরে পুড়ে গিয়েছিল, স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন শহিদ আ: মজিদের পিতা আমিন মিয়া, মাতা মনোয়ারা বেগম, বড়ভাই আবদুল মাহিন সহ রামগড় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান সহ সংবাদ কর্মীবৃন্দ।