মু. আজিজ, ভূজপুর:
শিশু তাবাসসুম ( ৬) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত দাঁত মারা ইউপির বরবেতুয়া নতুন পাড়া হাকিম মেম্বার মসজিদ সংলগ্নের হোসেনের কন্যা।
শুক্রবার ২৯ শে নভেম্বর সকালে খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে ১৭ নভেম্বর গ্রামের দোকানে যাওয়া পর থেকে নিখোঁজ হয় শিশু তাবাসসুম। এ ব্যাপারে পরেরদিন ভূজপুর থানায় একটি নিখোঁজের ডায়রি করেন শিশুর দাদী।
পরে নিখোঁজের ১৩ দিন পর শুক্রবার সকাল ৯ টার সময়,
প্রতিবেশী আব্দুর রহমানের বাড়ির অ’ব্যবহারিত তালাবদ্ধ, টয়লেট থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করা হয়।
যে বাড়ির টয়লেটে শিশুর লাশ পাওয়া গেছে, ওই বাড়ির সদস্য আব্দুর রহমার জানান দীর্ঘ ৯ মাস ধরে সপরিবারে ফেনীতে বসবাস করেন বলেন। তার মধ্যে দুমাস পর পর বাড়িতে আসা যাওয়া ও হয়। গতকাল শুক্রবার সকালে তারা দেখেন টয়লেটে নিজেদের লাগানো তালার পরিবর্তে অন্য একটি নতুন তালা। পরে আব্দুর রহমান তালা ভেঙ্গে টয়লেটের দরজা খুলতে গেলে লাশের দুর্গন্ধ পেয়ে, বিষয়টি স্থানীয় হাকিম মেম্বারকে জানালে হাকিম মেম্বার ভূজপুর থানায় জানান। পরে ঘটনাস্থল থেকে ভূজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করেন।