ছৈয়দুল আমিন সাঈদ, কক্সবাজার:
কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকার ইনানী মৌজাতে সুনারপাড়া নিদানিয়া এলাকায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মিলে অবৈধভাবে জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছে জমি মালিকরা।
১ই ডিসেম্বর( রবিবার) সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনে ভুক্তভোগীদের জমি অবৈধভাবে দখলে নিয়েছে বলে এমন অভিযোগ তুলে বক্তব্য দেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বিগত এক বছর আগে কক্সবাজার ফায়ার সার্ভিসের প্রদান কর্মকর্তা অতীশ চাকমা ও সোনারপাড়া এলাকার দালাল কালা জমির এর মাধ্যমে কাগজ জালিয়াতী করে স্থানীয় জমি মালিকদের জমি জবরদখল করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে।
কিন্তু জমিগুলো কোন অধিগ্রহণ না করে উক্ত জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছে জমি মালিকরা।জমি মালিক শহীদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসে কল্যাণ তাহবিলের মাধ্যমে জায়গা ক্রয়ের অধিগ্রহণের নাটক সাজিয়ে আমাদেরকে জমির কোন মূল্য না দিয়ে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা দিয়ে জমি জবরদখল করে আমাদেরকে হয়রানি করছে। আমরা প্রকৃত জমি মালিক রা বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের জমিগুলো অধিগ্রহণ করে ন্যায্য মূল্য দেয়ার।
ভুক্তভোগী শহীদুল্লাহ আরও বলেন বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের জমিগুলো জোর জবরদখল করে ফায়ার সার্ভিসের কল্যাণ তহবিলের অধিগ্রহণকৃত জায়গা বলে আমাদের উপর নানা জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও তারা বাংলাদেশের প্রচলিত আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে জমি দখলে নিয়েছে। আমরা আমাদের ন্যায্য মুল্যের মাধ্যমে জমি অধিগ্রহণ দিতে চাই। আমাদেরকে জমির মুল্য এবং কোন রেজিস্ট্রি না নিয়ে আমাদের সাথে প্রতারণা করে বসেছে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা।
একইভাবে জমির মালিক মাহবুব আলম মিনার মানববন্ধনে বলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের এসিস্ট্যান্ট ডিজি প্লানিং ইকবাল বাহারের নির্দেশে ও কক্সবাজারে দায়িত্ব থাকাকালীন ফায়ার সার্ভিসের কর্মকর্তা অতিশ চাকমা ও জমির নামের এক দালাল মিলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আমাদের জমি অধিগ্রহণ করার নামে প্রতারণা করে জমি দখলে নিয়েছে। আমরা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অহরহ অভিযোগ জমা দিয়েছি। এই পর্যন্ত আমরা কোন সুরাহা পাইনি।
আজকে এই মানববন্ধন থেকে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রধানের মাধ্যমে আমরা এটার সূরাহা নিশ্চিত করতে একাত্মবোধ প্রকাশ করছি। একইভাবে মাহাবুল আলম মিনার আরো বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মিলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের জমি অধিগ্রহণ না করে অবৈধভাবে জমি দখল করে রেখেছে। আমরা ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছি। এবার জেলা প্রশাসক মহোদয় আমাদের জমি অধিগ্রহণ করে ন্যায্য জমির দাম পেতে পারি।
একইভাবে জমির অন্যান্য মালিরাও একইভাবে সঠিক অধিগ্রহণের মাধ্যমে জমির দাম পাওয়ার আশা ব্যাক্ত করেন। সকাল ১১ টা থেকে শুরু করে দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত এই মানববন্ধনে তাদের জমি অবৈধভাবে দখল থেকে মুক্ত করতে জেলা প্রশাসক বরাবর আকুল আবেদন জানান।