মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি -১ মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ জোনাল অফিসে সাব- ষ্টেশন থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির সময় চোর কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
উক্ত ঘটনায় কোম্পানিগঞ্জ জোনাল অফিসের ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ সহকারী জেনারেল ম্যানেজার বাদী হয়ে থানায় অভিযোগ দায় করেছে।
সোমবার (২ ডিসেম্বর ) সকালে গকুলনগর গ্রামের নেয়ামত বাড়ীর কনু মিয়ার ছেলে সৈকত (৪৫)কোম্পানিগঞ্জ জোনাল অফিসের সাব- ষ্টেশনের বিতরে মিটার সংগযোগের সার্ভিস ড্রপ কয়েল করে রাখা তার চুরি করার সময়,সাব-ষ্টেশনে কর্মরত অবস্থায় লাইন ম্যান আশিক (গ্রেড ২) সি সি ক্যামেরায় ফুটেজে দেখে চোর চোর দাওয়া দিলে চোর সৈকত কে অটক করে এলাকা বাসী। তখন চোরের সঙ্গী ভ্যান নিয়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ করলে পুলিশ এসে চোরকে নিয়ে যায়। সহকারী জেনারেল ম্যানেজার ( ও এন্ড এম) ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ বলেন খবর পাওয়ার সাথে সাথে গিয়ে চোর কে দেখে থানায় অভিযোগ করি, এস আই কামাল আসলে, তাকে আইনে হাতে তুলে দেই। এ বিষয়ে, কোম্পানিগঞ্জ জোনাল অফিসের এ কে এম আজাদ ( ডি, জি, এম,) বলেন, লাইনম্যান,ও এলাকাবাসী সহযোগিতায় চোর কে ধরে,অভিযোগ করে আইনের হাতে সোপর্দ করেছি।আটক চোরকে জিজ্ঞাসাবাদে চোরের সহযোগী কে পুলিশ আটকের চেষ্টা করছে।