রাঙামাটি প্রতিনিধি :
৩ ডিসেম্বর (মঙ্গলবার) ভোরে রাঙ্গামাটি জোনের আওতাধীন ঘাগড়া আর্মি ক্যাম্পের চেক পোষ্টে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম এর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাছের ড্রাম বহনকারী মিনি ট্রাক (চট্টমেট্রো ন-১১২২৪৬), যৌথ বাহিনীর সদস্য কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশী করলে ট্রাক হতে, ১৮,৫০০ প্যাকেট ‘ওরিস’ এবং ২,০০০ প্যাকেট ‘মন্ড’ ব্রান্ডের অবৈধ সিগারেট আটক করা হয়। আটককৃত অবৈধ সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩২,৮০,০০০.০০ (বত্রিশ লক্ষ আশি হাজার টাকা) টাকা। পরবর্তীতে আটককৃত অবৈধ সিগারেট সেক্টর সদর দপ্তর বিজিবি, রাঙ্গামাটি এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের তল্লাশী কার্যক্রম অব্যাহত থাকবে।