মোঃ রেজাউল করিম, ঈদগাঁ :
কক্সবাজারের ঈদগাঁওতে সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সকালে উপজেলা প্রশাসনের অস্থায়ী সভা কক্ষে পৃথকভাবে দিবস দু’টি পালন করা হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সমবেত জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দুদক পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহি উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। উভয় অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দীন, ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা তৃণা সাহা, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,
মহিলা বিষয়ক অধিদপ্তর ঈদগাঁও এর হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার রমজান আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাবিব আজাদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোঃ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জয়িতা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী সাবরিনা শারমিন মিতু। তাকে জয়িতার সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মচারী, গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য, স্কাউট ও গার্লস ইন গাইড সদস্যসহ অন্য শ্রেণী- পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তবে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের কোন প্রতিনিধি ছিলেন না।