নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম হালিশহর এলাকায় কিশোর গ্যাং নিয়ে জায়গা দখল ও হত্যার হুমকি দেওয়ায় ভুক্তভোগী দুই পরিবার সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে। ৯ ডিসেম্বর (সোমবার) বিকালে ভুক্তভোগী মনিরুল ইসলাম আজাদ ও কায়সার খান সংবাদ সম্মেলনে বলেন গত ৫ আগষ্টের পর স্বৈরাচার মুক্ত হওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের তৈরি কিশোর গ্যাং লিডার ইমরান অদৃশ্য ক্ষমতার দাপটে এলাকায় চাঁদাবাজি ভূমিদস্যু সহ সন্ত্রাসী কার্যকলাপে বিদ্যমান।এলাকার জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কিশোর গ্যাং লিডার ইমরানের বিরুদ্ধে একাধিক আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আদালতেও রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা, তারপরও দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। হালি শহর থানাধীন মধ্যম রামপুর মৃত জহির আহমদ এর পুত্র কিশোর গ্যাং লিডার ইমরান। ইমরানের সহযোগী হিসেবে কাজ করে রাজু, আরিফ, মিজান ও লিলি আক্তার। সংবাদ সম্মেলনের বক্তব্যে জানা যায়, কিশোর গ্যাং ইমরান মসজিদের জায়গাও জোরপূর্বক দখল করে সেখানে দোকানঘর বসিয়ে দেয়। ইট বালি কংক্রিটের ব্যবসার নামেও জায়গা দখল করে রেখেছে। কেউ প্রতিবাদ করলেই উল্টো হত্যার হুমকি দমকি দিয়ে আসে। আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে এখনো এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছে। স্হানীয় পুলিশ প্রশাসনের ভূমিকাও উদ্যােগজনক। কিশোর গ্যাং লিডার ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নিতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সাথে ছিলেন কায়সার খান, সমির,সুমন ও বাবু।