মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সাথে এলাকার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এলাকায় দায়িত্ব পালনরত গণমাধ্যম কর্মী /সাংবাদিক।

৯ ডিসেম্বর ( সোমবার) তার কার্যালয়ে মহালছড়ি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক দীপক সেনের নেতৃত্বে উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এ সময় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং আসন্ন মহান বিজয় দিবস যথাযথ মর্যাদাসহ সুষ্ঠ ও সুন্দর সুশৃংখলভাবে পালনের জন্য সকলকে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।