চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন,দুর্নীতি হচ্ছেনা এমন অফিস নাই। দুদক অফিসে প্রচুর অভিযোগ। একচ্ছত্র ক্ষমতা একচ্ছত্র দুর্নীতি সৃষ্টি করে ( Absolute power corrupts absolutely),জবাব দিহিতা না থাকায় গত ১৫ বছরে ২৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যায়। মণ্চে সুন্দর সুন্দর কথা বলার চেয়ে মাঠের জনগণের কথা বেশী শুনা জরুরি ।একতা থাকলে সব সম্ভব, জুলাই- আগষ্ট বিপ্লব তা’ দেখিয়ে দিছে। আবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুর্নীতি দুর করতে হবে। ৯ ডিসেম্বর, সোমবার, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠানে মূখ্য আলোচক দুদক সমন্বিত জেলা কার্যালয়,চট্টগ্রাম,উপ পরিচালক আতিকুল আলম এ’কথা বলেন।
চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায়ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন নিজের স্বার্থের চেয়ে জনস্বার্থে বেশি কাজের কথার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,দুদক আইনে স্ব পদ,অবস্থানে থেকে দায়িত্ব অবহেলা ও পালন না করা ঘুষ,টাকা লেনদেনের চেয়ে ও অপরাধ বেশী।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা ভূমি অফিসের কাজে কর্মচারীদের সাথে যোগ সাজেসের মাধ্যমে না এসে সরাসরি তাঁর সাথে দেখা করার আহ্বান জানান। এলজিইডি প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান বিশেষ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলমগীর অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিদ্যালয় শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুূূদক সংস্থার পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসের উদ্ভোধন পরবর্তী উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখ রাস্তায় দুর্নীতি বিরোধী মানব বন্ধন করে।