বোয়ালমারীতে শহীদ জিয়া স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ৮দলীয়  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্ব(মঙ্গলবার)বিকাল সাড়ে তিনটার দিকে বোয়ালমারী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবদলের সহ সম্পাদক,তরুণ সমাজসেবক মো. ইমরান হুসাইন ।
 উদ্বোধনী ম্যাচে সহস্রাইল ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে গোপালগঞ্জের এম কে একাডেমি ফুটবল একাদশ।টুর্নামেন্টটির আয়োজন করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ বোয়ালমারীর।
 উদ্বোধন অনুষ্ঠানে মো. ইমরান হুসাইন বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনা সব কিছুকে দলীয়করণ করে যুব সমাজকে বিপথগামী করেছে। সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নাই, সেই খেলাধূলাতেও আমরা রাজনীতিকরণ দেখেছি। প্রতিভা থাকলেও অনেকে জাতীয় দলে খেলার সুযোগ পায়নি। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল ফ্যাসিবাদী সরকার। খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে তাদের হাতে তুলে দিয়েছিল মাদকদ্রব্য,  তুলে দিয়েছিল অস্ত্র। বিএনপি চায় তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে  মাদকসহ সামাজিক অবক্ষয়ের হাত থেকে দূরে রাখতে হবে। তাই বেশি বেশি এধরণের আয়োজন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান রিপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান, গোলাম রসুল, দেলোয়ার হোসেন, শহীদ উদ্দিন দিপু মিয়া, জাহিদুল ইসলাম, বায়োজিত খান রাব্বি, আল আমীন অনিক, শাহ মোহাম্মদ জাকারিয়া, বিশ্বজিত, ফিয়াম,পুলকসাহা প্রমুখ।
উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন রেফারি মো. নাসির হোসেন। তাকে সহযোগিতা করেন সহ-রেফারি শিপন ও লিমন হাসান।