মহালছড়িতে ছাত্রদলের “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” উপলক্ষ্যে মানববন্ধন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মহালছড়ি সরকারি কলেজের সামনের আয়োজিত মানববন্ধনে বিগত হাসিনা সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয়।

মহালছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ হেলাল উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ কাউছারুল ইসলাম , মহালছড়ি উপজেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ মামুন,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মহালছড়ি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম (রবিন) প্রমুখ।

বক্তব্য কালে কলেজ ছাত্রদলের আহ্বায়ক রবিন বলেন, ‘আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অঙ্গীকারবদ্ধ যে ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি করে গিয়েছে, তাদের মতো ছাত্রদল কখনোই করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করবে।

সমাপনী বক্তব্য উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, আজ যে ক্যাম্পাসের সামনে স্বাধীনভাবে দাঁড়িয়ে মানববন্ধন করছি ৫ আগস্টের আগে তা করতে দেয়নি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, খুনী হাসিনার দোসর হত্যা, গুম ও নির্যাতন করে গেছে সেসব ঘটনার দ্রুত বিচার দাবী করেন।