মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চম্পাঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।১০ ডিসেম্বর (মঙ্গলবার) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় চম্পাঘাট ও আকবরী পাড়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দুঃস্থ ও হতদরিদ্র প্রায় অর্ধ শতাধিক  পাহাড়ি ও বাঙালি শীতার্ত ব্যক্তির মাঝে এই কম্বল গুলো বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী তথা মহালছড়ি জোন আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত এবং মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেছেন।