কমরেড রাজ্জাকের উপর হামলা দেশের গণতন্ত্র ও গণভ্যুত্থানের কালিমা লেপনের শামিল – বাসদ

ডেস্ক নিউজ :
বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা বাসদ সমন্বয়ক  কমরেড আব্দুর রাজ্জাকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ চট্টগ্রাম জেলা শাখা।বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, নুরুল হুদা নিপু, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য আহমদ জসিম।
সমাবেশ আব্দুর রাজ্জাকের উপর হামলার নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেসা ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতিতে কালিমা মোছার সময় একদল সন্ত্রাসী হামলা করে এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক  আব্দুর রাজ্জাকের উপর নৃশংস হামলা চালায়।  হামলার  সময় এই হামলাকারীরা দেশের মুক্তিযুদ্ধ ও নারীদের নিয়ে বিদ্বেষ ও অপমানসূচক কটুক্তি করা হয় তা দেশের গণতান্ত্রিক সংস্কৃতি, মূল্যবোধ এবং গণভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। এ ধরনের ঘটনা ঘটার পর যদি এর কোনো বিচার না হয়,অপরাধীরা পার পেয়ে যায়,তবে দেশের আইনের শাসন ও বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। দেশে আজ ধর্মকে ব্যবহার করে বিভেদ ও সাম্প্রদায়িকতার করে উস্কানিমূলক কর্মকান্ড ঘটিয়ে দেশের মুক্তিযুদ্ধ ও এর ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে।  অন্যদিকে গণভ্যত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থতার পরিচায় দিচ্ছে। এমতাবস্থায় দেশের মধ্যে জনগণের অসন্তোষ বাড়ছে এবং ফ্যাসীবাদী শক্তির পুনরুজ্জীবিত হওয়ার আশংকা দেখা দিচ্ছে।  গণভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারসহ দেশে যৌক্তিক সংস্কার করে অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন করবার কোনো বিকল্প নেই।