মহালছড়িতে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

 মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মী’রা অংশগ্রহণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের খাগড়াছড়ি জেলার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত আছে জামায়াত থাকবে। কয়েকদিনের জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে এখন নিষিদ্ধ সংগঠনে পরিনত হয়েছে ছাত্রলীগ। ফ্যাসিস্ট সরকার পালিয়েছে কিন্ত ফ্যাসিজমের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা শক্ত হাতে প্রতিরোধ করবো।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইলিয়াস হোসেন খাগড়াছড়ি জেলার সদর উপজেলা সভাপতি । এসময় তিনি তার বক্তব্য বলেন, বাংলাদেশের সকল কারাগারে জামায়ের নেতাকর্মী দিয়ে কারাগার ভরপুর করে রেখেছিলো শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার। নিজেদের স্বার্থে হাসিলের জন্য মনগড়া ট্রাইবুনাল গঠন করে জামায়াতের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা ও ফাঁসি দেওয়া হয়েছিলো। দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। এতো অপরাধ সে করেছে ভয়ে ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়েছে।

কর্মী ও সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন , মহালছড়ি উপজেলার জামায়াত ইসলামীর নেতা হাজী মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ মহর আলী,বদি আলম এবং মহালছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মামুন।সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল মান্নান বলেন  বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘদিন যাবত জুলুমের শিকার হয়ে আসছে, এখন সময় এসেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠন করার, আগামী সংসদে যেন যোগ্য ব্যক্তিরা যায় সেজন্য বাংলাদেশ জামাত শিবির কাজ করছে, বাংলাদেশ জামাত ইসলামের সাথে থেকে দেশ পূণ্য ঘটনের আহ্বান করে বাংলাদেশ জামাত ইসলাম মহালছড়ি  উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান ।