বোয়ালমারীতে মহান বিজয় দিবস উৎযাপন 

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর :
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের  বোয়ালমারীতে বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের ব্যানারে মহান বিজয় দিবস উৎযাপন  হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার সময় বোয়ালমারী ছোলনা মাদ্রাসার প্রাঙ্গান থেকে একটি মিছিল বের হয়ে বোয়ালমারী শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ করে মিছিলটি নিয়ে  আবার ছোলনা মাদ্রাসা এসে শেষ হয়।
জানা যায়, বোয়ালমারী উপজেলার সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামন বকুল, যুবদল নেতা মামুন মৃধা মিরাজ,ছাত্র দলের সভাপতি মোঃ সেক আনিসুর জামান তপু  এর নেতৃত্বে বিশাল একটি মিছিল ছোলনা মাদ্রাসা থেকে বের হয়ে   বোয়ালমারী উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে ছোলনা মাদ্রাসা গিয়ে শেষ হয়। এসময় মিছিলে লও লও লও সালাম, বিজয়ের এই দিনে জিয়া তোমার মনে পরে, ৭১ এই দিনে জিয়া তোমার মনে পরে,নেত্রী মোদের খালেদা জিয়া দেশ গড়েছেন শহীদ জিয়া, আমার নেতা, তোমার নেতা, তারেক জিয়া, তারেক জিয়া এই রকম বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিলটি।অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় থেকে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনেন নেতা কর্মী দলে দলে এসে যোগদেন।