মহান বিজয় দিবস উপলক্ষে বাংগরা বাজার থানা  জামায়াতে ইসলামী বিজয় র‍্যালী ও আলোচনা সভা 

মো:আনোয়ার হোসাইন, কুমিল্লা:
বাংলাদেশ জামায়াতে-ইসলামী কুমিল্লা বাংগরা বাজার থানা শাখার উদ্দ্যােগে সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সকালে কোম্পানীগঞ্জ- নবীনগর সড়কে  বাংগরা বাজার অংশে র‍্যালী শেষে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ছাত্রনেতা আবু হানিফের সঞ্চালনায় বাংগরা বাজার থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি প্রধান অতিথি জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান তিনি বলেন এ বিজয় আমাদের সকলের বিজয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, সকল মানুষকে জামায়াতে ইসলামের ছায়াতলে এসে একটি কল্যাণ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য আহবান জানাচ্ছি জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করবে ইনশাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন কর্ম -পরিষদ সদস্য অধ্যাপক নকিবুল হুদা তিনি বলেন মহান বিজয় দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গীকার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার, দেশের সকল জনগণকে শরিক হওয়ার আহবান করছি।কর্ম পরিষদ সদস্য আতিকুর রহমান বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করছে এবং করে যাবে ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন কর্মা পরিষদ সদস্য আব্দুল জব্বার,  ডাক্তার ফেরদৌস প্রমুখ।
মহান বিজয় দিবসের র‍্যাালী ও আলোচনা সভায় জামায়াতে ইসলামী বাঙ্গরা বাজার থানার শাখার নেতা কর্মীদের অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়।