মহালছড়ি উপজেলা নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪।

১৬ ডিসেম্বর সোমবার সকালে মহালছড়িতে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সকাল ৮টায় উপজেলা সংলগ্ন স্বাধীনতা স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র রায় এবং উপজেলার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা, উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, মহালছড়ি প্রেসক্লাব , মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় , শিশু মঞ্চ এনজি স্কুল , মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালা,যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি, মৎস্য সমিতি মহালছড়ি, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি, মহালছড়ি রেঞ্জ অফিস, মহালছড়ি টমটম সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮টা ৪৫ মিনিটে সর্বস্তরের মানুষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় এবং মহালছড়ি থানার অফিসার মো. রফিকুল ইসলাম।

বেলা সাড়ে ১০টায় বিজয় দিবস উপলক্ষে মহালছড়ি উপজেলা টাউনহল মাঠে আয়োজিত বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

বেলা সাড়ে এগারোটায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে।