ফ্যাসিবাদ গণহত্যাকারীদের বিচারের দাবি মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিনিধি :

জুলাই-আগস্টের শহিদদের তালিকা প্রণয়ন, আহতদের সুচিকিৎসা এবং আয়নাঘর, গুম ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন। সোমবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স রুমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিক নুর উদ্দিন খানের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাফর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পিপি ও বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মহিউদ্দিন স্বপন। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক নূরুল আবছার তৌহিদ, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।