ঢাকাস্থ মুরাদনগর সমিতির উদ্যোগে মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরন 

মো:আনোয়ার হোসাইন, কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ও শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকাস্থ মুরাদনগর সমিতির অর্থায়নে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ৪৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম. কে. আহসান। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান। বক্তব্য রাখেন, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কোহিনুর বেগম, সংবর্ধণা উপ কমিটির সদস্য সচিব মোঃ সফিউল্লাহ, প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার, সমিতির সদস্য কামাল উদ্দিন আহাম্মদ ও এমআই জামাল সিদ্দিকী।
সমিতির সদস্য কাজী শফিকুল ইসলামের উপস্থাপনায় সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:হাবিবুর রহমান, সমিতির সদস্য কাইয়ুম হোসেন ভুইয়া, কৃষিবিদ মোসলেহ উদ্দিন, দুলাল ভুইয়া ও মিজানুর রহমান সরকার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম. কে. আহসান শিক্ষাথীদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুতি নিতে বলেন। সভাপতির বক্তব্যে এঞ্জিনিয়ার এনামুল হক খান সমিতির বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি শিক্ষাথীদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন।