নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা

নানিয়ারচর প্রতিনিধি :

নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের আওতাধীন বাকছড়ি আর্মি ক্যাম্পের জাহানাতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
রাঙ্গামাটি- ২০ ডিসেম্বর ২০২৪ (শুক্রবার) বাকছড়ি আর্মি ক্যাম্প এলাকা থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু- কিশোর সহ সাধারণ জনগণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উক্ত কর্মসূচিতে যোগদান করে। নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার বিএ-নয়া ক্যাপ্টেন মোঃ আশিকুজ্জামান কর্তৃক সর্বমোট ৫০ জন জনসাধারণকে বিভিন্ন ধরণের রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়। এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের পাশে সবসময় কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখে।