আদালত প্রতিনিধি :
ইসকনের ভাংচুর মামলার আসামী এ্যাডভোকেট মোহাম্মদ আবদুল কাইয়ুমের জামিন শুনানিতে চট্টগ্রাম বারের সভাপতি বিএনপিপন্থী আইনজীবী নাজিম উদ্দিন অংগ্রহন করলে আদালতে হট্টগোল শুরু হয়।এসময় বিএনপি পন্থী আওয়ালীগপন্থীদের আইনজীবীদের মধ্যে বাকবান্ডিতা হয়। আজ সোমবার মহানগর তৃতীয় আদালতে চট্টগ্রাম জেলা বারের সভাপতি নাজিমুদ্দিন আদালতকে জানান, এডভোকেট আব্দুল কাইয়ুম এর জামিন শুনানী জেলা বার সিদ্ধান্ত নিয়েছে সে কারণে তিনি আসামি এডভোকেট আব্দুল কাইয়ুমের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি এজহার ভুক্ত আসামি নয় সন্দিহান কারণে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির কোন রেজুলেশন হয়েছে কিনা আদালত জানতে চায়। আসামিপক্ষের আইনজীবী সমিতির রেজুলেশন দেখাতে পারেনি। মহানগর হাকিম আলমগীর হোসেনের আদালত আগামীকাল ২৪ ডিসেম্বর জামিন শুনানির দিন ধার্য করেছেন,এ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের বিষয়ে আইনজীবিত সমিতির রেজুলেশন উপস্থাপন করবে। আজকের শুনানীতে বাদী পক্ষে উপস্থিত ছিলেন,মহানগর দায়রা জজ পিপি এ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া,এ্যাড রেজাউল করিম রনি,এ্যাড. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, আসামীর পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন ও ২০/২৫ জনের মত আওয়ামী লীগপন্থী আইনজীবী। গত ২৬ নভেম্বর চিন্ময় ইস্যুতে ইসকন এডভোকেট সাইফুল ইসলাম আলীফকে হত্যা করা হয় এবং পুলিশের গাড়িতে হামলা, আদালতে ভাংচুর করা হয় এরপর তিনটি মামলা হয়,গত২৮ নভেম্বলর বক্সিরহাট এলাকায় জনগণ এ্যাড আব্দুল কাইয়ুমকে আটক করে পুলিশকে খবর দিলে সন্দিহান আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জুলাইয়ের ছাত্রনেতা আন্দোলনের সময় জাস্টিস ফর ফরওয়ার্ড সময় চট্টগ্রাম কোট বিল্ডিং এ শিক্ষার্থীর উপর এ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মারধর করেছিলেন এরকম অভিযোগ পাওয়া গেছে, তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে চট্টগ্রাম সপ্তম দায়রা দায়রা জজ আদালতের এপিপি ছিলেন।