মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি মু. আব্দুল মান্নান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামি পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে।
তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা মাইসছড়ি ইউনিয়ন স্থায়ী কার্যালয়ে মহালছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহালছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো শহিদ চৌধুরীর সভাপতিত্বে,খাগড়াছড়ি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো আবদুল মান্নান প্রধান অতিথি উপস্থিত থেকে, মহালছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন দুই বছর জন্য উপজেলা কমিটি অনুমোদিত হয়।
২৫/২৬ সেশনের জন্য সভাপতি মো ইসমাইল হোসেন ও
মো হাবিবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনর কমিটি ঘোষণা করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক ডাক্তার মো ওলিওয়র রহমান সহ যথাক্রমে জামাত নেতা রহমত আলী, জেলা মোটর শ্রমিক নেতা মাহবুবর রহমান মামুন সহ জেলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দেরা।