রাঙামাটি প্রতিনিধি :
নানিয়ারচর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন বেতছড়ি এলাকার সাধারণ খ্রিস্টানদের মাঝে। ২৫ ডিসেম্বর (বুধবার) নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর আওতাধীন ৫ টি গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে এ শুভেচ্ছা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বেতছড়ি এলাকায় বেতছড়ি নতুন পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা, বেতছড়ি রিঝিভিল পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা, নিম্ন বেতছড়ি পুরাতন পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা, সৈয়ন্দর পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা ও ফিলা ডেলফিয়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব উদযাপন উপলক্ষ্যে নগদ অর্থ আর্থিক সহায়তা ও মিষ্টান্ন হস্তান্তর করে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নানিয়ারচর সেনা জোন।
এই শুভেচ্ছা সামগ্রী প্রদানকালে ত্রিপুরাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ- ১১৭৫১ লেঃ এস এম রাফসান জানী এবং ঘিলাছড়ি ক্যাম্পের প্রতিনিধি হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নায়েব আলী উপস্থিত ছিলেন। নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও উক্ত নিরাপত্তা প্রদানকালীন সময়ে নানিয়ারচর থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাজির আলমসহ, নানিয়ারচর থানা হতে পুলিশ সদস্যদের উপস্থিতি প্রশংসনীয় ভূমিকা রাখে। সেনাবাহিনী সবসময় দেশের ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যহত থাকবে। এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।