আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি :
সম্প্রতি টঙ্গিতে ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় হতাহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাওলানা কাউছার আজিমী ও মাওলানা তরিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা শহীদুল ইসলাম, ইউছুফ,রেজাউল করিম , দেলোয়ার, দ্বীন ইসলাম সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ভারত ও ইসরায়েলপন্থী মাওলানা সাদ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে।আমরা নিষিদ্ধ করার আমরা কথা বলছি না, তাবলীগ আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে।কুরআন -হাদিস বিরোধী বক্তব্য ও মাসয়ালা বর্ণনা করি সা’দ এর তাবলীগ এদেশে চলবেনা। এ সময় বক্তারা সাদ পন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আলেম-ওলামারা।