মহালছড়ি যুব কমিটির মিলাদ মাহফিল সম্পন্ন

মো:কাউছারুল ইসলাম, মহালছড়ি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি এবং মহালছড়ি নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সালানা জলসা উপলক্ষে আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ ডিসেম্বর ) মাগরিবের নামাজের পর মহালছড়ি কেন্দ্রীয় মসজিদে মাঠে গাউছিয়া কমিটির মহালছড়ি উপজেলা সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা ও অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজা-আল কাদেরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর্ণফুলী শাহ সুফি আবদুল আজিজ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ সাদ্দাম রেজা চিশতী এবং মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী।মিলাদ মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী বলেন ইসলাম কোনো খণ্ডিত আদর্শের নাম নয়। গতানুগতিক কোনো ধর্মের নামও নয়। ইসলাম হচ্ছে শান্তি ও কল্যাণের ধর্ম এবং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তিনি বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড ও মানুষের জন্মগত মৌলিক অধিকার। একটি জাতিকে সুশিক্ষিত, চরিত্রবান ও সংস্কৃতিবান রূপে গড়ে তোলার পূর্বশর্ত হচ্ছে দ্বীনি ও আধুনিকতার সমন্বয়ে যুগোপযোগী ও স্বয়ংসম্পূর্ণ একটি ইসলামি শিক্ষাব্যবস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন এতিমখানার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।