মো:আনোয়ার হোসাইন, কুমিল্লা:
দীর্ঘ ১যুগ পর দেশে ফিরেছেন সাবেক মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সহস্রাধিক গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ হয়েছে বিমানবন্দর মাঠ নেতাকর্মী সহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন সাবেক এই মন্ত্রীর ব্যানার ফেস্টুনে জমজমাট পুরো এলাকা প্রিয় নেতাকে বরণ করতে প্রস্তুতি সম্পন্ন বিএনপি নেতাকর্মীদের।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও ৫বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর ২৮ ডিসেম্বর (শনিবার) দেশে ফিরেন। তার আগমন কেন্দ্র করে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানানো হয়েছে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে।
এলাকার মানুষের নিকট ব্যপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তৎকালীন ক্ষমতাসীন চক্রের সদস্যদের কূটচালে মিথ্যা মামলায় জড়িত করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল সাবেক এই মন্ত্রীকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামীদের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা হতে অব্যাহতি দেওয়ার পরেই কায়কোবাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা।
সাবেক এই মন্ত্রীর আগমন উপলক্ষ্যে মাসব্যাপী উপজেলার প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে সভা-সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপি। উপজেলার প্রতিটি স্থানে কায়কোবাদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে চারপাশ। ৫আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরে এই প্রথম মুরাদনগরে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আবহ বিরাজ করছে।
উপজেলা বিএনপির নেতৃত্বস্থানীয় নেতারা বলছেন, দীর্ঘসময় পর আমাদের নেতা দেশে আসছেন। তাকে বরণ করে প্রায় ১হাজারের বেশি গাড়ী প্রস্তুত রয়েছে ঢাকা যাবে। রাজধানীতে যানযট ও বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে ইতোমধ্যে। গাড়ী পার্কিং করার জন্য আমরা বিমানবন্দর মাঠ বরাদ্দ নিয়েছি। দেশে প্রবেশের পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নিজ জন্মভূমি মুরাদনগরে যাবেন তিনি। সেখানে নিজের মা-বাবার করব জিয়ারত করবেন।