বাঙ্গরাবাজার নোবেল সোসাইটি উদ্যোগে দরিদ্র ও মেধবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা পুরষ্কার প্রদান

মো. আনোয়ার হোসাইন, কুমিল্লা:
‎কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
‎রোববার (২৯ ডিসেম্বর)  সকালে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন খামারগ্রাম ও.এস. ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এসব সংবর্ধনা দেয়া হয়। এর আগে কুড়াখাল উচ্চবিদ্যালয়েও এ সংবর্ধনা দেওয়া হয়েছে। দুই প্রতিষ্ঠানে মোট ৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
‎খামারগ্রাম ও.এস. ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী সফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক ডা. মো. আমির হোসেন বলেন, বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। এ ধরনের কার্যক্রম আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। সংগঠনের সহায়তায় সবসময় আমাকে পাশে পাবেন বলেও তিনি আশা ব্যক্ত করেছেন।
‎প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের আহবায়ক এমআই জামাল সিদ্দিকী বলেন, শিক্ষার্জন করা যেমন জরুরি তেমনি একজন ভালো মানুষ হওয়া তার চেয়ে আরও বেশি জরুরি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। শিক্ষা-সমৃদ্ধি ও সমাজকল্যাণে নিবেদিত এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি আরও শিক্ষামূলক ও সমাজকল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিয়া রশিদ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা  নুরুল ইসলাম সিদ্দিকী, খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম।
‎এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামীক লেখক ফোরামের সভাপতি কবি মনিরুল ইসলাম, সমাজসেবক সেলিমুজ্জামান, বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ওবায়দুল্লাহ, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো: জুমান আলী, সদস্য ইকবাল হোসেন ও আকাশ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।