মুরাদনগর খোষঘরে ওরসের পরিবর্তে প্রয়াত আব্দু ও দুধু ফকিরের স্মরণে বার্ষিক মাহফিল সম্পন্ন

মো.আনোয়ার হোসাইন,কুমিল্লা:
কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর পশ্চিম পাড়া মরহুম আব্দু ফকির ও দুধু  ফকির এর স্মরণে রুহের মাগফেরাত কামনার্থে খোষঘর পশ্চিমপাড়া  সমাজবাসীর  উদ্যোগে  শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল ঘোষঘর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা গোলাম সাদেক সাঈদীর সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ কুরআন থেকে ও মহাবাণী হাদিস থেকে মূল্যবান দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করেন মুফাসসেরে কুরআন, পীরজাদা সৈয়দ মোখলেসুর রহমান মান্নানী পীর সাহেব, চন্ডিদ্বার মান্নানীয়া দরবার শরীফ, কসবা-ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ বক্তা : হোসাইন আহমেদ, সহ-সুপার,দিঘীরপাড় দাখিল মাদ্রাসা, মুরাদনগর, কুমিল্লা। মাওলানা সাইফুল ইসলাম, মুরাদনগর কুমিল্লা।
ইসলাম প্রিয় তৌহিদী জনতার উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন মরহুম আব্দু ও দুধু ফকিরের বড় ছেলে মান্নান মিয়া মান্না সহ তার পরিবারবর্গ, হারুন মেম্বার, ,অরুণ হাজী, মৌলভী ফারুক আহমেদ, ব্যবসায়িক মো:কামাল, সাংবাদিক ও কলামিস্ট: মাও:মো:আনোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংগরা বাজার থানা প্রেস ক্লাব।
উল্লেখ্য : দীর্ঘ অনেক বছর যাবত আবদু ফকির ও তার ছেলে দুধু ফকিরের জীবন দশায় তাদের বাড়িতেই  বাৎসরিক ওরস (পালা গান) পালন করে আসছিলেন তাদের মৃত্যুর অনেক বছর পর বিগত চার বছর যাবত ওরসের পরিবর্তে বার্ষিক মাহফিল করে আসছেন খোষঘর পশ্চিমপাড়া সমাজবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ওই বাড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।  জানা যায় ঘোষঘর পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আব্দুস সালামের সুপরামর্শে  ইসলামী শরীয়া মোতাবেক গান বাদ্য হারাম!  প্রয়াত দুধু ফকিরের  ছেলেদেরকে বুঝানো হয় এবং তাদেরকে ওরসের পরিবর্তে প্রতিবছর মাহফিল করার সুপরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ আলোকে মরহুম আবদু ও দুধু ফকিরের পরিবারবর্গ ও ঘোষঘর পশ্চিমপাড়া  সমাজ
বাসী মিলে ইমাম সাহেবের নেতৃত্বে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করে থাকেন।