বাঙ্গরাবাজার নোবেল সোসাইটির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
‎কুমিল্লার মুরাদনগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  আর্থিক সহায়তা ও শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার এবং  সংবর্ধনায় এগিয়ে এসেছে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি।
‎সোমবার(৩০ডিসেম্বর) সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এসব সংবর্ধনা দেয়া হয়। বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও  ৩য় স্থান অর্জনকারী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার প্রদান করা হয়। এর আগে গতকাল কুড়াখাল উচ্চবিদ্যালয় ও খামারগ্রাম ও. এস ইসলামিয়া আলিম মাদরাসাও পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
‎কোরবাপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. জে. নাঈয়ুম ভুঁইয়া’র সভাপতিত্বে ও বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. ওবায়দুল্লাহ অবিদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং কোরবানপুর গ্রামের কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম বলেন, বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে তা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের কার্যক্রম আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। সংগঠনের সহায়তায় সবসময় আমাকে পাশে পাবেন বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, আমার মাসিক আয়ের একটা নির্দিষ্ট অংশ মাদকাসক্ত নির্মুল এবং তাদের নিরাময় ও পুনর্বাসনের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ! এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই।
‎প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের আহবায়ক এম আই জামাল সিদ্দিকী বলেন, শিক্ষার্জন করার পাশাপাশি নৈতিকতার উপর বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষকগনকে অনুরোধ করে বলেন, দয়া করে আপনারা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিবেন। সমাজকে আলোকিত করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন । শিক্ষা-সমৃদ্ধি ও সমাজকল্যাণে নিবেদিত এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি আরও শিক্ষামূলক ও সমাজকল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪ নং পূর্ব ধূইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শুকলাল দেবনাথ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান আবিদ হোসেন অবিদ, ইব্রাহীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. জুমান আলী, বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মো. ইকবাল হোসেন।
উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট: মাও: মো.আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় সহগণমাধ্যম সম্পাদক, সেভেনটি ওয়ান প্রেসক্লাব,সহ-সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা। প্রতিষ্ঠাতা সভাপতি, বাংগরা বাজার থানা প্রেসক্লাব।
‎‎অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনিরুল ইসলাম সাহেব।
‎এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী মাহমুদ সাহেব, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সদস্য আকাশ আহমেদ ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ,সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।