লংগদু ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে নিহত হয় এক ইউপিডিএফ সদস্য। নিহত ইউপিডিএফ সদস্য সামরিক পোশাকে ছিল। তার থেকে মোবাইল ফোন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাঙ্গামাটির লংগদু কাট্রোলী এলাকায় ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ইউপিডিএফ প্রসীত এর একটি আস্তানায় অভিযান পরিচালনা করেন। এসময় দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক ইউপিডিএফ সশস্ত্র সদস্য নিহত হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী তল্লাশি পরিচালনা করে লাশ, মোবাইল ফোন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
সূত্র বলছে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তিনি ইউপিডিএফ সশস্ত্র বিভাগের সদস্য এটা নিশ্চিত হওয়া গেছে।