মহালছড়ি মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল সম্পন্ন 

কাউসারুল ইসলাম,মহালছড়িঃ
খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ পরিষদের সভানেত্রী চাইঞাং মারমা সভাপতিত্বে কাউন্সিল সম্পন্ন।
শুক্রবার (৩ জানুয়ারী) দিনের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়, কাউন্সিলে প্রধান অতিথী উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের চেয়ারম্যান মাস্রাথোয়াই মারমা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপো মারমা, বঙ্গমিত্র চাকমা, সাথোইপ্র মারমা,খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ক্যজরি মারমা,মহালছড়ি উপজেলা মহিলা দলের সভাপতি মনি খন্দকার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে মহিলাদের গুরুত্ব অপরিসীম, জাতি গঠনের মায়েদের ভূমিকা অপরিসীম, মারমা সম্প্রদায়ের সকল মহিলাদের লেখাপড়া এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
সভা শেষে চেংঞাং মারমা কে সভাপতি সাউমা মারমাকে সাধারণ সম্পাদক, এনুচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়