মো. আনোয়ার হোসাইন, কুমিল্লা:
কুমিল্লা দেবিদ্বারের সৈয়দপুর কামিল (মাস্টার্স).মাদরাসার মুহাদ্দিস আল্লামা আব্দুল লতিফ সাহেব ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান সাহেবের আম্মাজান,
আবদুস সালামের দাদীএবং সাংবাদিক ও কলামিস্ট: মাও:মো. আনোয়ার হোসাইনের নানীজানকে ইষ্টগ্রাম রওজাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে পীর সাহেব, শত শত আলেম ওলামা ও মরহুমার পরিবারবর্গ, মুক্তিযোদ্ধা , আত্মীয়-স্বজন, গ্রাম ও এলাকাবাসীর অংশগ্রহণে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বাদ জোহর জানাজার নামাজ শেষে মাদ্রাসার সংলগ্ন পারিবারিক
কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
হে আল্লাহ, আপনার প্রিয় গোলামাকে চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করে দিয়েন।
(আল্লাহুম্মা আমীন)।