মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
ট্রাস্ট টুরিস্ট ক্লাব কর্তৃক খুলনা ও বরিশাল বিভাগে শিক্ষা সফর-২০২৪ ইং, কুমিল্লা জেলা ও দায়রাজজ আদালতের একঝাক বিজ্ঞ আইনজীবীদের নিয়ে কুমিল্লা থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টায় শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হয়ে শিক্ষা সফর শেষে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৬:০০ টায় অত্যান্ত সুন্দর সুশৃংখলভাবে ও নিরাপদে পৌঁছেছেন ভ্রমণকারীরা।
শিক্ষা সফরে দর্শনীয় স্থান সমূহ: খুলনা সুন্দরবন মংলাবন্দর বাগেরহাট – পিরোজপুর – গোপালগঞ্জ সমূহের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন।
২ টি বাসে খুলনা, খুলনা নদী বন্দর থেকে বিলাস ভ্রমণ কাহারে করে ১. আন্ধারমানিক ২.কটকা অফিস ৩.জামতলা ওয়াচ টাওয়ার ৪.বাদাম তলা সী বীচ ৫.হিরোন পযেন্ট ৬.দুবলার চর ৭. করমজল, ৮.মংলাবন্দর ৯. রামপাল বিদ্যুৎ কেন্দ্র ১০. পিরোজপুর ১১. গোপালগঞ্জ সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমন করেন। এডভোকেট বদিউল আলম সুজনের তত্ত্বাবধানে এডভোকেট মনির হোসেন পাঠোয়ারী ও এডভোকেট ওবায়দুল্লাহ সরকারের পরিচালনায় এতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি সিনিয়র এড. সহিদ উল্লাহ, এড. এরশাদ উল্লাহ, এড. আব্দুল বাতেন, এড. ইয়াছিন তালুকদার, এড. আনোয়ার হোসেন, এড. হাবিবুর রহমানসহ ৭২ জন ভ্রমনকারীদের নিয়ে এ শিক্ষা সফর হয়।