মোঃ আনোয়ার হোসাইন, কুমিল্লা:
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা দেবিদ্বার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এরশাদ মিয়া ওরফে মুরাদ (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জামিল মিঞা সহ সঙ্গীয় ফোর্স। আটক এরশাদ মিয়া ওরফে মুরাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন মাদলা এলাকার পেরা মিয়ার ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে এসআই জামিল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জনৈক ব্যক্তি সুকৌশলে মাদকদ্রব্য বহন করছে। আসামিকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করি। আটককৃত আসামির গাঁজা বহনকারী ব্যাগে Bangladesh to Oman লেখা এবং ভুয়া পাসপোর্ট নাম্বার ও স্টিকার লাগানো ছিল। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।