চৌদ্দগ্রামে বাতিসায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান ১ভেকু জব্দ

মো.আনোয়ার হোসাইন,কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)  তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
বাতিসা এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময় অভিযান চালিয়ে একটি ভেকু জব্দ করা হয়েছে।  অভিযানের সময় অবৈধ মাটি কাটার দায়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে ফেলে যাওয়া ভেকুটি জব্দ করা হয়।
অবৈধ কার্যক্রম রোধে  সেনাবাহিনীর সমন্বয়ে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অবৈধ মাটি কাটার মতো পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।