২০ তম বার্ষিক মাহফিল, পুরস্কার বিতরনী ও দস্তরবন্দী সম্মেলন 

মু. আজিজ, ভূজপুর:

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ভূজপুর থানার প্রাণকেন্দে অবস্থিত, ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা) আল ইসলামীয়া মাদ্রাসা’র ২০ তম বার্ষিক মাহফিল ১০ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়।
এতে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা – পরিচালক আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহ্জাহান সাহেবের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – আল্লামা শাহ মুহিব্বুল্লাহ (বাবুনগরী) সাহেব (দাঃ বাঃ) মুহতামিম, বাবুনগর মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম, এতে মাও নিজাম উদ্দীন সাহেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আল্লামা শেখ আহমদ সাহেব, আল্লামা খলিল আহমদ কাসেমী, মাও মাহমুদুল হাসান ফতেপুরী,
মাও জোনায়েদ বিন জালাল, পরিচালক জামিয়া ইসলামিয়া ভূজপুর, মুফতি মাহমিদু হাসান সাহেব সহ আরো অনেকেই।