সেন্টমার্টিনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ রিসোর্ট পুড়ে ছাই

এম এ হাসান, টেকনাফ :

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি রিসোর্ট। এর মধ্যে দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত ২টার দিকে সেন্টমার্টিন ইউপির ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সৈকতের গলাচিপা নামক এলাকায় এ ঘটনা ঘটে।পরে দ্বীপের স্থানীয়, পর্যটক ও যৌথবাহিনীর আড়াই ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দ্বীপের বীচ ভ্যালি এবং কিংশুক নামের দুটি ইকো রিসোর্ট। আর আংশিক পুড়ে যায় শায়রী ইকো রিসোর্ট।

স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, রাতে শায়রী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষের মাল্টিপ্লাগে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়। শায়রীর অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনেই বিচ ভ্যালি ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে আগুন বিচ ভ্যালির ছাউনিতে ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, কয়েক মিনিটের মধ্যেই আগুন কাঠ আর বাঁশ দিয়ে তৈরি রিসোর্টটিতে সব ঘরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা পাশের কিংশুক ইকো রিসোর্টেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়, পর্যটক ও যৌথবাহিনীর চেষ্টা আগুন নেভানো হয়। তবে দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

কিংশুক ইকো রিসোর্টের স্বত্বাধিকারী সরওয়ার কান্না করতে করতে বলেন, আমি আমার বউ-বাচ্চা নিয়ে দীর্ঘদিন পরে সেন্টমার্টিন আসছি। আমার ছোট ছোট বাচ্চাদের সামনে আমার তিলেতিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে গেছে। আমার সবকিছু নিমিষেই শেষ হয়ে গেছে।