মো:আনোয়ার হোসাইন, কুমিল্লা:
কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ স্থাপনা,অবৈধ ড্রেজিং ও মাটি কাটার বিরুদ্ধে সাঁরাশি অভিযান এবং মোবাইল কোট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান সোমবার (১৩ জানুয়ারি) ও মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিনের বেলা এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৪ জনুয়ারি)০৪ নং পূর্বধইর (পূর্ব) ইউনিয়ন এর হীরাপুর হতে ০১ টি ট্রাক্টর অপসারণসহ মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী _০১ টি মামলায় এক ব্যাক্তিকে ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আকুবপুর ইউনিয়ন এর মেটাংঘর মৌজাস্থিত ১২০০২ দাগে খাল শ্রেণী অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ করার সময় বাঁধা অমান্য করে স্থাপনা নির্মাণ করায় তা অপসারণ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) আকুবপুর ইউনিয়ন এর হীরাকাশি এলাকা হতে ০১ টি ড্রেজার ও প্রায় ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। ঐদিন যাত্রাপুর ইউনিয়ন এর রঘুরামপুর এলাকা হতে ০১ টি ড্রেজার ও প্রায় ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
উল্লেখ্য : জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে জানান এসিল্যান্ড সাকিব হাসান খান।