ছাত্র জনতার আন্দোলনের অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে – জমির উদ্দিন নাহিদ

নিজস্ব প্রতিবেদক :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুলক বহর বন গবেষণা কেন্দ্রের বিএনপি অঙ্গ- সংগঠন সমূহের উদ্যোগে ষোলশহর স্টেশনে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারী (রবিবার) পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল আলম খসরুর সভাপতিত্বে মহানগর যুবদলের সাবেক সহ সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে প্রদান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জমির উদ্দিন নাহিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাই, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪২ নং পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাবেক সহ-সভাপতি মীর মোহাম্মদ ইউনুস সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নাজিম ভূঁইয়া, আব্দুল মোনাফ, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আসিফ চৌধুরীর লিমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেক দলের সহ-সাধারণ সম্পাদক জাফর হোসেন রনি, আব্দুল মান্নান, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম কুট্টি পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক হানিফ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহারুল আল রাফি, হাসিনুর রহমান ছোটন, প্রমুখ। আলোচনা সভায় জমির উদ্দিন নাহিদ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিতে বলে বাংলাদেশ নামক একটি মানচিত্র পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে বারবার শকুলের থাবা পড়েছে। ছাত্র-জনতার বিজয়কে ছিনিয়ে নিতে একদল ষড়যন্ত্রে লিপ্ত আছে। একাত্তরের পরাজিত শক্তি ২৪ এর পরাজিত দোসরা একত্রিত হয়ে ছাত্র-জনতার বিজয়কে ভুনুন্ঠিত করতে চাই। বিগত ১৭ বছর এই স্টিশন এলাকায় অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীসহ দলের অনেক নেতা কে নির্যাতন সহ্য করেছে। বিএনপি অতিথিতে ও সাধারণ জনগণের পাশে ছিল আগামীতে ও আপনাদের পাশে থাকবে। আগামীতে যে নির্বাচন হবে সেজন্য সেই নির্বাচন জনগণের নির্বাচন। সেই নির্বাচনে আপনারা ভোট দিতে কেন্দ্রে যাবেন। সভাপতির বক্তব্য শহিদুল আলম খসরু বলেন বিএনপি একটি সাধারণ জনগণের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানবীক বাংলাদেশ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ যতদিন থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মাঝে বেঁচে থাকবে।