মহালছড়ি গুচ্ছগ্রাম থেকে প্রথম বার মেডিকেল কলেজে চান্স পেলো “আনিকা”

মোঃ কাউছারুল ইসলাম,মহালছড়ি :

খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলার মহালছড়ি উপজেলার ৪ নং মাইসছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:জহিরুল হক (জয়দার) এর মেয়ে জান্নাতুল ফেরদৌস আনিকা রাঙ্গামাটি মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

স্বজনরা বলেন,ছোট বেলা থেকেই লেখাপড়ার প্রতি অধিক আগ্রহ ছিলো আনিকার।
জানা যায়,আনিকা মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুল থেকে PSC তে গোল্ডেন এ+ নিয়ে উত্তীর্ণ হয়ে, মাধ্যমিক পর্যায়ে ভর্তি হয় এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ,মহালছড়ি।সেখানে SSC তে গোল্ডেন এ+ পেয়ে ভর্তি হয়। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে এবং HSC শেষ করে গোল্ডেন এ+ এর মধ্য দিয়েই।

অতপর,১৭ জানুয়ারী ২০২৫ (রোজ শুক্রবার) মেডিকেলের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে রাঙ্গামাটি মেডিকেল কলেজে চান্স পায়।

আনিকা বলেন,ছোট বেলা থেকেই আমার মেডিকেলে পড়ার খুব ইচ্ছা ছিলো। সেই চাহিদাতেই আমি লেখাপড়ার প্রতি অধিক মনোযোগী হই। এবং আমার পরিবারের সবাই আমার লেখাপড়ায় উৎসাহ দিতো।সবার দোয়া এবং নিজের চেষ্টায় কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে আজ আমার স্বপ্নপূর্ণ হয়েছে। তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া করি।
আরো বলেন, আমার সফলতায় আমার পরিবার, শিক্ষকরা ও আত্মীয় স্বজন’রা অনেক আনন্দিত।
আনিকার বাবা মোঃ জহিরুল হক মেয়ের এমন সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যেন ভবিষ্যতে পার্বত্য জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান মানবিক চিকিৎসক হতে পারে।