মহালছড়ি বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি :

বর্ণিল আয়োজনে বুধবার (২০ জানুয়ারি) মহালছড়িতে শুভ উদ্বোধন হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টূর্ণামেন্ট। উপজেলার বারটি দল নিয়ে লীগ পদ্ধতির এই টুর্নামেন্টের আয়োজন করেছে মহালছড়ি উপজেলার ওয়াদুদ ফাউন্ডেশন। এ উপলক্ষে মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম কে সাজানো হয়েছিল বাহারি সাজে। বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। খেলা উদ্বোধনের আগে অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় চমৎকার গান ও নৃত্ব্যে মেতে উঠেন মহালছড়ি উপজেলা শিল্প কলা একাডেমী ও মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের শিল্পিরা।

বেলা আড়াইটায় বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াযা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক মোশারফ হোসেন হোসেন, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল গণমাধ্যম কর্মীরা।

কানায় কানায় দর্শক ভরা মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে লেমুছড়ি পট্পট্যা একাদশ বনাম অংম্রাবাজি স্পোর্টি ক্লাব। মুহু মুহু করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে নিজ দলের সমর্থকরা। দৃষ্টিনন্দন খেলাটি নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে অংম্রাবাজি একাদশ। এসময় রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার নিখিল দে এবং সহকারী রেফারি দায়িত্ব পালন করেন প্রদীপ ত্রিপুরা ও কেরু মারমা।