ভূজপুরে বিষপান করে জুনায়েদ নামের এক কিশোরের আত্মহত্যা

মু. আজিজ, ভূজপুর:

সোমবার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে ভূজপুর ইউপির ৩নং ওয়ার্ডের বাহারটিলা শামসুল আলমের বাড়িতে এঘটনা ঘটে। নিহত কিশোর – কৃষক মো:হাসেমের ছেলে।

এ ব্যাপারে নিহতের পিতা কৃষক হাসেম জানান জুনায়েদ আমার আদরের সন্তান, এই এলাকার কারো সাথে আমার বিরোধ নেই, সবাই আমার ছেলেকে তাদের নিজেদের সন্তানের মতোই দেখেছে।
দিনে জুনায়েদ টাকা চেয়েছে আমি টাকাও দিয়েছি ,
সে রাতে ঘরে প্রবেশ করে কারোই সাথে কোন কথা বলেনি, কেন সে-ই এ-তো বড় সিদ্ধান্ত নিল তা আমাদের এখনো অজানা, তবে এইটা সত্য আমার ছেলে
একটু রাগী মানুষ।
বিষপানের পর আমারা তাকে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স (নাজির হাট মেডিক্যাল) নিয়ে যায় সেখানে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল হক বলেন- ছেলেটির পরিবার থানা এসেছে, যে-হেতু সে মা-রা যাওয়ার পর লাশ ফটিকছড়িতে আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য যা-সহযোগিতার প্রয়োজন হয়েছে, থানা পক্ষ তা করেছে।

এ ব্যাপারে স্থানীয় মোহাম্মাদ কামাল উদ্দিন বলেন,
ময়নাতদন্তের পরে (মঙ্গলবার রাত ৯ টার দিকে) পারিবারিক ভাবে আমার তার দাফন সম্পন্ন করি।